Monday 30 October 2017

Bangladesh Offers Numerous Business Opportunities through Its Diverse Range of Platforms

Located in the south eastern part of Asia, Bangladesh is the 8th most populated country globally. The country has three neighboring countries: India, Nepal and Burma. The economy of Bangladesh, like India is progressive, meaning the economic policy stresses much on the primary and secondary sector to cater to its vast population that come under the segment. Since the last couple of years, the nation of Bangladesh has been performing well in terms of developmental and infrastructural undertakings.

Bangladesh is also home to BEXIMCO, the country’s largest private sector company. The company is owned by the renowned Bangladeshi businessmen, Sohail F Rahman and Salman F Rahman. Both brothers are also known for their involvement in the social sector and considered as the top businessmen of the country.
Let’s have a quick look into some of the business opportunities in Bangladesh.
Food Processing
The labor and raw materials in Bangladesh are very cheap. If a company is looking to establish a profitable company in Bangladesh, the food processing industry is a good option to consider.

Textile
Bangladesh is globally well known for its textile and garment industry. Attributing to its low cost manufacturing capabilities, the country has emerged as a giant manufacturing hub spot. Over the last few years, this industry has seen a boom.

Rice Farming
Owing to both the cheap labor and the geographical setting of the country, rice farming is an ideal and a big opportunity. Bangladesh is also one of the largest rice exporters globally.

Bangladesh is an emerging economy and has high potential for investments. Other potential areas for investment include, fruit plantation, seafood business, freight forwarding business, financial services and many more.

Tuesday 3 October 2017

বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে সালমান এফ রহমানের অবদান

বাংলাদেশকে বিচক্ষনতা ও দক্ষতার সাথে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে যে সকল ব্যবসায়ীর অবদান রয়েছে তাদের মধ্যে দেশের সবচেয়ে বড় বেসরকারি খাতের প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতা সালমান এফ রহমান অন্যতম। তিনি একজন কঠোর পরিশ্রমী, সদালাপী আর অমায়িক ব্যক্তিত্বের অধিকারী। স্বীয় মেধা, বুদ্ধি, দক্ষতা এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে ৭0-এর দশকের দিকে সালমান এফ রহমান গড়ে তুলেন বেক্সিমকো গ্রুপ। কালের আবর্তনে বেসরকারি খাতে গড়ে উঠা এই শিল্প প্রতিষ্ঠান গর্ব করার মতো একটি অবস্থানে যেতে সক্ষম হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি ওষুধ, রিয়েল এস্টেট, টেক্সটাইল, হসপিটালিটি, ট্রেডিং, নির্মাণ, সামুদ্রিক খাদ্য, মিডিয়া ও সিরামিক শিল্প সহ প্রায় সকল খাতে প্রসার ঘটিয়ে চলছে।

দেশীয় প্রতিষ্ঠানগুলো মধ্যে কর্পোরেট কালচার সৃষ্টি হওয়ার পেছনে যার সবচাইতে বেশী অবদান রয়েছে তিনি এই সালমান এফ রহমান। তিনি তার প্রতিভা ও দক্ষতার মাধ্যমে সফলভাবে বেক্সিমকো গ্রুপকে’ একটি আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিনত করেছেন। এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহৎ ব্যক্তিমালিকাধীন বহুজাতিক কোম্পানি বেক্সিমকো গ্রুপ, যা ঔষধ ও পোষাক শিল্পখাতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে।
এর সাথে সাথে সালমান এফ রহমান বাংলাদেশকেও একটি রোল মডেল হিসেবে আন্তর্জাতিক বিশ্বে তুলে ধরেছেন। স্থানীয় কোম্পানী গুলো এখন বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সাথে প্রতিযোগিতায় নামতে পারে যার সূচনা শুরু হয়েছিল সালমান এফ রহমানের হাত ধরে। তার ব্যবসায়ীক মেধা ও দক্ষতার আরও প্রমাণ পাওয়া যায় তার ব্যক্তিগত কিছু অর্জন দিয়ে। যেমনঃ বিশ্বের শীর্ষ ১০০ ধনী ব্যক্তিদের তালিকায় প্রথমবারের মতো উঠে এসেছে তার নাম।

সালমান এফ রহমান বাংলাদেশে পথিকৃৎ ব্যবসায়ীদের অন্যতম একজন। ব্যাংকিং খাতে ও প্রচুর অবদান রয়েছে তার। বর্তমানে তিনি আইএফআইসি ব্যাংক লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান হিসেবে রয়েছেন। তার সুবাদেই দেশের ব্যাংকিং খাত অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জনে সক্ষম হয়েছে। এছাড়া সামাজিক দায়বদ্ধতা থেকেও দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। আর দেশের বেকারত্ব ও দারিদ্র্তা হ্রাসের জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেশের তার গড়ে তোলা শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপ কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে হাজার হাজার মানুষকে।